শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম চিরনিদ্রায় শায়িত

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১১ই এপ্রিল ২০২৩ ০৫:২৯ অপরাহ্ন
শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম চিরনিদ্রায় শায়িত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম কারি আব্দুস সালাম গোলাপের দাফন সম্পন্ন হয়েছে।


মঙ্গলবার (১১ এপ্রিল) বাদজোহর শোলাকিয়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়।


দীর্ঘদিন ধরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন আবদুস সালাম। সোমবার সন্ধ্যায় তিনি স্ট্রোক করলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।


মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।