কাউখালীতে দিনব্যাপী সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: সোমবার ১৮ই সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪২ অপরাহ্ন
কাউখালীতে দিনব্যাপী সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সোমবার দিনব্যাপী উপজেলা সভাকক্ষে উপজেলার পাঁচটি সমবায় সমিতির ২৫ জন সদস্যদের সমন্বয় স্থানীয় চাহিদার ভিত্তিতে আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিন ব্যাপী সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। উপজেলা সমবায় অফিসার এম হাসান রকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া। 


প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক আফজাল হোসেন ও সহকারী প্রশিক্ষক রিনা রানী মজুমদার।