ভূরুঙ্গামারীতে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ২৭শে সেপ্টেম্বর ২০২৩ ০২:৫৭ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামে চমক শিং (১৬) নামের দশম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্র ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।জানাগেছে, গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাড়ির পাশের একটি গাছে রশি বেঁধে তাতে গলায় ফাঁসি দিয়ে চমক আত্মহত্যা করে। সে ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের সঞ্জয় শিংয়ের ছেলে এবং তিলাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।


পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, চমক ও তার মা এক ঘরে ঘুমাতেন। মঙ্গলবার মধ্যরাতে চমকের মা ঘুম থেকে জেগে দেখতে পান চমক ঘরে নেই। তখন তিনি ও পরিবারের সদস্যরা চমককে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজি একপর্যায়ে বাড়ির পাশের একটি গাছে ফাঁসি দেওয়া অবস্থায় তারা চমককে দেখতে পায়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে।


ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, চমককে পরিবার থেকে ঠিকভাবে পড়াশোনা করতে বলায় সে আভিমান করে আত্মহত্যা করেছে। অন্তিম সংস্কারের জন্য লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে।