হিজলায় বাসা থেকে বাহিরে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: সোমবার ২রা অক্টোবর ২০২৩ ০৩:৫৭ অপরাহ্ন
হিজলায় বাসা থেকে বাহিরে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

বরিশালের হিজলা উপজেলায় আঃ জলিল বয়াতি(৬৭) নামে এক বৃদ্ধ নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তিনি বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর ( ৩নং ওয়ার্ড) বাস্তুহারা এলাকার বাসিন্দা। তার পিতার নাম সোনাব আলী বয়াতি। 


নিখোঁজ বৃদ্ধ লোকটির স্ত্রী মনোয়ারা বেগম জানান, বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে কোনো খাবার না খেয়ে বাসা থেকে বাহিরে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। বছর খানেক আগে স্ট্রোক করার পর থেকে সে কথা বলতে পাড়ে না। বাসা থেকে যখন বের হয়েছেন তখন তার শরীরে হালকা মিষ্টি গোলাপী পাঞ্জাবি, সবুজ চেকের লুঙ্গি, মাথায় সাদা টুপি, পায়ে কালো প্লাস্টিকের জুতা ছিলো।


তার ছেলে কবির জানান, তারা সব জায়গায় খোজাখুজি করেও তার সন্ধান করতে পারেননি। তার আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীদের কাছে ০১৭৪৬ ১৬৬ ৭১৬ মোবাইল নাম্বারটি দিয়ে রেখেছেন। তবে এ ঘটনার ব্যাপারে এখনো হিজলা থানায় কোনো অভিযোগ করেনি নিখোঁজ লোকটির পরিবারের পক্ষ থেকে।