আশাশুনি উপজেলার বেগুনখালী গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
বেগুনখালী গ্রামের দুলাল মন্ডলের ছেলে তুষার মন্ডল (৪৫) বাড়ির পাশে মাছের ঘেরের আইলে (বাঁধে) সবজী জাষ করেন। ক্ষেতে বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে আলো জালানো হয়। ঘটনার মময় তুষার ক্ষেতে যাওয়ার সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারের সাথে স্পর্শ করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
সাথে সাথে তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মৃতকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও ১ কন্যা সন্তান রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।