মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, মানুষ ভোট দেবে, এটা তার অধিকার।সোমবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, তৃতীয় দিনের মতো প্রার্থীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এ ছাড়া অনেকে আসছেন কীভাবে ফরম বিক্রি হয় বা কারা কেনে তা দেখার জন্য। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি চলছে।
তিনি বলেন, শুধু আওয়ামী লীগ নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোও তাদের কেন্দ্রীয় কার্যালয় মনোনয়ন ফরম বিক্রি করছে। তাদের দলের নেতাকর্মীরা উৎসবের মধ্য দিয়ে মনোনয়ন ফরম কিনছেন। এতে প্রমাণিত হয় দেশের মানুষ নির্বাচনে অংশ নিতে খুব আগ্রহী।
নাছিম বলেন, তফসিল অনুযায়ী যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ ভোটে অংশগ্রহণ করে। তারা সব চাপকে মোকাবিলা করবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।