আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে ৬ জন দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। অপরদিকে একজন দলীয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি তা দাখিল করেননি।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের আছলাম হোসেন সওদাগর, জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান, জাকের পার্টির মো. আব্দুল হাই, বাংলাদেশ তরিকত ফেডারেশনের কাজী মো. লতিফুল কবির, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. মনিরুজ্জামান খান ভাষানী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নুর মোহাম্মদ ও স্বতন্ত্র থেকে মো. আতিকুর রহমান। এছাড়া বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী মো. তাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি।
কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কুড়িগ্রাম-১ আসনে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।