পিরোজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় টায় জেলা প্রশাসকের কার্যালয় শহীদ আব্দুর রাজ্জাক সাঈফ-মিজান স্মৃতি সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শফিউর রহমান। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রা অংকন রচনা ও আবৃত্তি প্রতিযোগীতার ৩০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পিরোজপুর ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।