ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে সেমিনার

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: সোমবার ১০ই জুন ২০২৪ ০৯:২২ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে সেমিনার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আওতায় যুব সংগঠন ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে।


ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস সভাপতিত্ব করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী ও ভূরুঙ্গামারী উপজেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।