মৌলভীবাজারে ভোক্তা অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বুধবার ১২ই জুন ২০২৪ ০৮:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারে ভোক্তা অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

ন্যায্যমূল্যে পণ্য ও নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চতকরণে বাজার তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।


বুধবার (১২ জুন) দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় এক অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 


মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় এক অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, আজকের তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মোস্তফা বিজনেজ স্টোরকে ২ হাজার টাকা, হবিগঞ্জ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, স্বরণিকা ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। 


ন্যায্যমূল্যে পণ্য ও নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চতকরণে নিয়মিত বাজার তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।