মৌলভীবাজারে বন্যার পানিতে খেলতে গিয়ে লাশ হলেন ২জন

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে জুন ২০২৪ ০৪:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজারে বন্যার পানিতে খেলতে গিয়ে লাশ হলেন ২জন

মৌলভীবাজারে বন্যার পানিতে খেলতে গিয়ে প্রাণ গেলো এক শিশু ও এক কিশোরের। বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাদি মিয়া (৮) পশ্চিম শ্যামেরকোনা গ্রামের ফয়সল মিয়ার ছেলে। নিহত হৃদয় মিয়া (১৬) একই গ্রামের জমির মিয়ার ছেলে। এ ঘটনায় মায়িদ (৮) নামের এক শিশুকে পানি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আকতার উদ্দিন জানান, ধলাই নদীর বাঁধ ভেঙে শ্যামেরকোনা গ্রামসহ আশেপাশের গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে পানিতে খেলতে নেমে সাঁতার না জানার কারণে দুজনই ডুবে যায়। প্রতিবেশীরা এই ঘটনা দেখে দুজনকে পানি থেকে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে আসার পর মুমুর্ষ অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।