রাজবাড়ীর গোয়ালন্দে সকল প্রকার বালু উত্তোলন, পরিবহন ও বিক্রি বন্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ঘোষণা দেন।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তাসনুভা মারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, সমাজ সেবা অফিসার মো. রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক মুহম্মদ নজির হোসেন মোল্লা, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোন্দকার মাহবুবুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক প্রমুখ।
সভায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে একটি পক্ষ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং এ কারণে নদী ভাঙন ও পরিবেশ দূষণের ঘটনা নিয়ে আলোচনা হয়। বক্তারা এসব অনিয়ম বন্ধ করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন। শেষে ইউএনও ঘোষণা করেন, গোয়ালন্দের সকল স্থানে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রি বন্ধ থাকবে।
এছাড়া, আসন্ন ঈদ উপলক্ষে দৌলতদিয়া ফেরিঘাটে পরিবহন সিন্ডিকেট, চুরি, ছিনতাই ও নাশকতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদক, ইভটিজিং, বাড়তি দামে পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়। ঈদে ঘরেফেরা মানুষের সুবিধার্থে দৌলতদিয়া ঘাটে বিভিন্ন যানবাহনে চলাচলের জন্য মৌসুমী কাউন্টার পরিচালনা করার বিষয়ে আলোচনা করা হয়।
গোয়ালন্দ উপজেলায় এই আইনশৃঙ্খলা সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ, ও সড়ক পরিবহন মালিকগণের মধ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়, যাতে ঈদ মৌসুমে জনসাধারণের যাতায়াত ও পরিবহন ব্যবস্থা সুষ্ঠু ও নিরাপদ থাকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।