প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮
দেশের ১০টি জেলার ওপর দিয়ে আজ দুপুর পর্যন্ত ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এতে নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা দমকা হাওয়া আজ দুপুর পর্যন্ত বজায় থাকতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর ফলে এসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। এ কারণে নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস ইতিমধ্যেই এসব বন্দরের জন্য নির্দেশনা পাঠিয়েছে।
এদিকে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে নদী ও জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন সম্ভাব্য ঝুঁকির কারণে সতর্কবার্তা জারি করেছে।
নদীবন্দর ও জলপথে চলাচলকারী নৌযানগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ঝড়ো হাওয়ার কারণে ছোট নৌযানগুলোকে আপাতত যাত্রা স্থগিত রাখতে হবে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মৌসুমি বায়ুর প্রভাবে এই ঝড়ো হাওয়া তৈরি হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবও এর সঙ্গে যুক্ত হয়েছে। তবে পরিস্থিতি আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, প্রয়োজনে সতর্ক সংকেত আরও বাড়ানো হতে পারে। তবে আপাতত নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।