প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ১৮:১৫
২য় ধাপে আগামী ১৬ জানুয়ারী নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময় সভা করেছে গোপালপুর পৌর আওয়ামীলীগ। বৃৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে গোপালপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সুপ্রীম কোর্টের বার কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মনির হোসেন, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আক্তার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, আওয়ামী লীগের নেতা ইমতাজ আলী, ইলিয়াস আলী, ফিরোজ আল হক ভূঁইয়া, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল, গোপালপুর পৌরসভা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ ।এসময় আওয়ামীলীগও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।