প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ২৩:৪৬
আগামী ১৬ জানুয়ারী ২য় ধাপে নাটোরের গোপালপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিজ দলীয় প্রার্থীকে বিজয়ী করতে পৌর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী পৌর বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন কচি।
নির্বাচনী কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার কালুপাড়ায় নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় লালপুর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসলাম আলীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম রানা, সাবেক পৌর বিএনপির সহ-সভাপতি বুলবুল আহমেদ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, পৌর তাঁতী দলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মন্ডল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রাবু প্রমূখ।
এসময় বক্তরা ‘আগামী ১৬ জানুয়ারী গোপালপুর পৌর নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন কচিকে মেয়র নির্বাচিত করার জন্য বিএনপি, যুবদল, ছাত্রদলসহ তার অঙ্গ সংগঠন এক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।’