প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২
ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার প্রায় সব ইউনিয়নেই আওয়ামী মনোনীত একাধিক চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এমন অবস্থায় যোগ্য ও জনসমর্থন আছে প্রার্থীদের সেটাই প্রমাণ করার জন্য উপজেলা ধামরাইয়ের সব ইউনিয়নেই হচ্ছে যৌথ মত বিনিময় সভা। এ সভায় আওয়ামী প্রার্থীদের মধ্যে যে প্রার্থীর যতো বেশি লোক বা জনসমর্থন তিনি ততো এগিয়ে। আর তাই জনসমর্থন সৃষ্টি করতে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থীরা।
শুক্রবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ৭ নং গাংগুটিয়া ইউনিয়ন পরিষদে হবে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে যৌথ মত বিনিময় সভা। আর তাই ব্যস্ত সময় পার করছেন ৭ নং গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের শহীদ পরিবারের চেয়ারম্যান প্রার্থী মিলন কান্তি রায় এবং তার সমর্থক ও কর্মীরা।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে গাংগুটিয়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী মিলন কান্তি রায়ের সমর্থকরা সভায় উপস্থিত হওয়ার জন্য নানা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগের প্রতিক নৌকা।
তার সমর্থকরা মিলন কান্তি রায়ের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতিক নৌকা বানানোর কাজে ব্যস্ত রয়েছে। বাঁশ, সুতো, লাল ও সবুজ কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে আওয়ামী লীগের প্রতিক নৌকা। এই নৌকা নিয়েই সভায় উপস্থিত হবেন চেয়ারম্যান প্রার্থী মিলন কান্তি রায় এবং তার সকল সমর্থকরা।
চেয়ারম্যান প্রার্থী মিলন কান্তি রায় বলেন, আমার বাবা ছিলেন আওয়ামীলীগের একজন প্রবীণ নেতা, তার আদর্শের রক্ত বইছে আমার শরীরে। আমার পরিবার দেশের জন্য তাদের জীবন উৎস্বর্গ করেছে।
তাদের আত্মত্যাগই আমাকে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে শিখিয়েছে। ৫ ফেব্রুয়ারী ৭ নং গাংগুটিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। আশা করছি সফলভাবে উক্ত সভা সমাপ্ত করতে পারবো।
উল্লেখ্য, গাঙ্গুটিয়া ইউনিয়নের বিখ্যাত জমিদার বাড়ির (শহীদ পরিবারের) যোগ্য উত্তরসূরি মিলন কান্তি রায় । স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তার পরিবারের ৪ জন শহীদ হন হানাদার বাহিনীর কাছে। এছাড়াও মিলন কান্তি রায়ের বাবা মনোরঞ্জন রায় ছিলেন থানা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা।
নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মিলন কান্তি রায় নিজেও গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের একজন সফল সাংগঠনিক সম্পাদক ও গাংগুটিয়া একতা সংঘের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি গাঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন।
এছাড়াও মিলন কান্তি রায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ধামরাই শাখার সাধারণ সম্পাদক, গাঙ্গুটিয়া-অর্জুননালাই কম্পিউটার ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন-২০০০ সভাপতিসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত বলেও জানা গেছে।