প্রকাশ: ২২ মে ২০২৩, ১:২৯
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাঁকজমক পূর্ণ পরিবেশে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ মে থেকে আগামী রোববার ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালিত হবে।
সোমবার সকালে উপজেলা ভূমি অফিস থেকে একটি র্যালি বের করা হয়। পরে ইউএনওর সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও দীপক কুমার দেব শর্মা এতে সভাপতিত্ব করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম তমাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম ও রিয়াজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।