প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:২৯
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া মানিব্যাগ তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সুহেল আহমদ (২৮) নামের এক যুবক। বুধবার রাত ৯টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুহেল আহমদ স্থানীয় বাসিন্দা মজমিল আলীর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়ির সেফটিক ট্যাংকে অসাবধানতাবশত একটি মানিব্যাগ পড়ে যায়। সেটি তুলতে সোহেল নিজেই ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে মুহূর্তেই তিনি অচেতন হয়ে পড়েন।
দাদা সোহেলের অচেতন অবস্থা দেখে ছোট ভাই ইমন উদ্দিন (২০) তাকে উদ্ধার করতে দ্রুত সেফটিক ট্যাংকে নামেন। কিন্তু সেও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে। এতে দুই ভাইয়ের জীবনঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসে জানান। জুড়ী ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তাদের সহায়তায় দুই ভাইকে উদ্ধার করে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই সুহেল আহমদকে মৃত ঘোষণা করেন। অপর ভাই ইমন উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে জমে থাকা মিথেন বা সালফারজাতীয় বিষাক্ত গ্যাসের কারণে তারা অজ্ঞান হয়ে পড়েন। এর ফলে একজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, দুর্ঘটনার এমন পরিণতি হবে কেউ ভাবেনি। অসাবধানতায় একটি মানিব্যাগের কারণে প্রাণ গেল এক তরুণের, আরেকজন লড়ছেন মৃত্যুর সঙ্গে।