প্রকাশ: ১ আগস্ট ২০২৫, ১৭:৫৮
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা বাজারে শত বছরের পুরনো একটি বিশাল বটগাছ ভেঙে পড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন এবং প্রায় ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সাপ্তাহিক হাটের ব্যস্ততম সময়ে হঠাৎ গাছটি ভেঙে পড়লে মুহূর্তেই সৃষ্টি হয় চরম চাঞ্চল্য। বাজারে আসা সাধারণ মানুষ, ক্রেতা-বিক্রেতা এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।