প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ২০:৩১
খাগড়াছড়িতে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বিএনপির উদ্যোগে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের কলাবাগান এলাকা থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। এতে সদর উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা ও স্থানীয় অঙ্গ সংগঠনের নেতারা। বক্তারা এ সময় বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও জনতার রক্তের বিনিময়ে দেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় রচিত হয়েছে।
তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই অভ্যুত্থান ছিল একটি নির্ভীক পদক্ষেপ। এখন সময় এসেছে এই চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার। বক্তারা দেশের রাজনৈতিক সংকট নিরসনে ছাত্র ও জনতার সম্মিলিত প্রতিরোধের আহ্বান জানান এবং সকল নেতা-কর্মীদের আন্দোলনে সক্রিয় থাকার পরামর্শ দেন।
আয়োজকরা জানান, ৫ আগস্ট শুধু একটি দিবস নয়, এটি এক ঐতিহাসিক প্রতিরোধের প্রতীক। এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ কেমন হতে পারে।
র্যালি ও পথসভা ঘিরে খাগড়াছড়ি শহরে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীরা ব্যানার-পোস্টারসহ বিভিন্ন স্লোগানে মুখর ছিল গোটা শহর।
এই দিবস উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ৫ আগস্ট জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে থাকবে। শহীদদের স্মরণ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে তারা এই আয়োজন অব্যাহত রাখবেন।
অংশগ্রহণকারী নেতারা আরও বলেন, গণতন্ত্রের পথে এই আন্দোলন তাদের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তারা আগামী দিনগুলোতেও রাজপথে সক্রিয় থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট থাকবে বলে জানান।