প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ২১:৬
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ, যা নিয়ে পুরো এলাকাজুড়ে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার জুড়ী বাজার সংলগ্ন গরিবের দোকানের পাশে জুড়ী নদী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, তারা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে সঙ্গে সঙ্গে জুড়ী থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে লাশটি পচে যাওয়ায় তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মরদেহটি পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে এসেছে। উদ্ধার করা ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম ভূইয়া বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে প্রাথমিকভাবে এটিকে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলেই মনে করা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, মরদেহ শনাক্তে আশেপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে এবং বিভিন্ন থানার নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে।
অপরদিকে, হঠাৎ নদীতে অজ্ঞাত মরদেহ ভেসে আসায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন মরদেহটি একনজর দেখার জন্য।
এদিকে প্রশাসনও জানিয়েছে, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে জন্য স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।