প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ৯:৩৩
টাঙ্গাইলের নাগরপুর থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে জামালপুর সদর উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাবের যৌথ অভিযানিক দল। র্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্প (সিপিসি-৩) এবং জামালপুর ক্যাম্প (সিপিসি-১) এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে এ উদ্ধার অভিযান সফল করেন।
ঘটনার সূত্রপাত হয় গত ২০ জুলাই ২০২৫ তারিখে। সকাল ৭টা ৪৫ মিনিটে ব্যক্তিগত প্রয়োজনে কিশোরীটি নাগরপুর বাজারে গেলে আর বাড়ি ফিরে আসে না। ভিকটিমের বাবা-মা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে ২১ জুলাই নাগরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভিকটিমের বাবা। সাধারণ ডায়েরির নম্বর ছিল ১০০০। এরপরই র্যাব-১৪-এর সংশ্লিষ্ট ইউনিট বিষয়টি তদন্তে নামে এবং নিখোঁজ কিশোরীকে উদ্ধারে কাজ শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব সদস্যরা ভিকটিমের সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। আজ ৫ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জামালপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়।
ভিকটিমকে উদ্ধারের পর নিরাপদ হেফাজতে টাঙ্গাইলের নাগরপুর থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন ও পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য কিশোরী বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপহরণ বা নিখোঁজ সংক্রান্ত কোনো তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে।