প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ৯:৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হোয়াইট হাউজের সামনে তোলা দুটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট দেখা যায় হোয়াইট হাউজ ও ক্যাপিটল হিলের দৃশ্য।
ছবির বিষয়ে গোলাম মোর্তোজা লেখেন, ছবি দুটি গত শুক্রবারের। ওয়াশিংটন ডিসির প্রায় ১০০ বছরের পুরনো ইউএস চেম্বার অব কমার্স বিল্ডিংয়ের ছাদে এই ছবি তোলা হয়। ওইদিন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল একটি বিশেষ আলোচনার আয়োজন করেছিল।
আলোচনায় বাংলাদেশের সরকারি কর্মকর্তা, উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা অংশ নেন। আলোচনা ও মধ্যাহ্নভোজের পর সবাইকে নিয়ে যাওয়া হয় ছাদে ছবি তোলার জন্য।
গোলাম মোর্তোজা বলেন, এই ছাদটি নাকি ছবি তোলার জন্য ওয়াশিংটন ডিসিতে একটি জনপ্রিয় স্থান। এই উপলক্ষে তোলা ছবিতেই উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস।
তিনি আরও লেখেন, মঙ্গলবার ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ৯টায় পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।
উল্লেখ্য, একই দিনে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে পিটার হাসের গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে প্রেস মিনিস্টারের ছবিসহ পোস্ট এবং অবস্থান নিশ্চিত করার তথ্য সেই গুঞ্জনের ভিন্ন বাস্তবতা তুলে ধরে, যা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সামাজিক মাধ্যমে।