প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ২১:৩১
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বড় ধরনের বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল পাঁচটায় রাজবাড়ী সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও গোয়ালন্দ উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এই মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এলাকার বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন এবং তাদের ঐক্যবদ্ধ প্রগাঢ় ইচ্ছাশক্তি প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক। তার ভাষণে তিনি গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন।
বিজয় মিছিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির এ্যাডভোকেট মো. আসলাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, শহীদ গণি শেখের স্ত্রী লাকি আক্তার এবং জেলা ছাত্র দলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ ও পৌর বিএনপির সভাপতি মো. মজিবর রহমান মজি মোলাসহ যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাই মিলে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত এই দিনটিকে দেশের গণতন্ত্র ও উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন।
মিছিল ও আলোচনা সভায় নেতাকর্মীরা একসঙ্গে একাত্মতার পরিচয় দিয়ে আগামী দিনের জন্য আরও শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠনের অঙ্গীকার করেন। তারা বলেন, গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধিকার ও জনতন্ত্র রক্ষায় যে সংগ্রাম শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে হবে।
স্থানীয় পর্যায়ে এই মিছিল জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে তুলবে বলে মনে করা হচ্ছে। গোয়ালন্দ মোড়ে অনুষ্ঠিত এই বিজয় মিছিল এলাকার রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।