প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ১০:৩৯
আজ বুধবার দেশের অন্তত ১২টি জেলায় ঘূর্ণিঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঝড়ের প্রভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। বিশেষ করে ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলাগুলোর ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
এই অবস্থায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে নদীপথে চলাচলরত নৌযান ও ফেরিগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এ ধরনের ঝড় ও বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিচ্ছে। এতে করে সাময়িক দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে।
এই প্রেক্ষাপটে সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি ঘর থেকে বের হওয়ার সময় আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে বের হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষত নদীপথে যাতায়াতকারীদের জন্য পূর্ব সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌরুটে সীমিত আকারে চলাচলের কথা বলা হয়েছে। যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে।