প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ২০:৭
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শৈলকুপায় ‘পরিবর্তন’ সংগঠনের বৃক্ষরোপণ অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এই অমানবিক হত্যাকাণ্ডের ঘটনায় সরকার দ্রুত ও সম্পূর্ণরূপে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।” তিনি জানান, অভিযোগপ্রাপ্তরা ইতোমধ্যে চিহ্নিত ও গ্রেপ্তার হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া গুরুত্বের সঙ্গে এগিয়ে চলছে। সরকারের পক্ষ থেকে কোনো গাফিলতি করা হয়নি।