প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:০
মৌলভীবাজারের বড়লেখায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপারে জোরপূর্বক সীল মারা, হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনসহ ১৮ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ৭ আগস্ট রাতে মৌলভীবাজার-১ আসনের নির্বাচনী পর্যবেক্ষক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুন নুর তালুকদার বড়লেখা থানায় এই মামলা দায়ের করেন। মামলায় আরও ২০-২৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আদালতে পাঠানো এফআইআরের ভিত্তিতে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাবেক বনমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরীসহ অন্যান্য নেতারা অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন।
অভিযোগে বলা হয়, আসামিরা দা, লাঠি, রামদা, ছুরি ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে বিরোধী প্রার্থীর এজেন্টদের বের করে দেয় এবং ব্যালট ছিনিয়ে নৌকা প্রতীকে সীল মারে। এসময় নির্বাচনী পর্যবেক্ষক আব্দুন নুর তালুকদার প্রতিবাদ করলে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
গুলির ছিটা লেগে তার কপালের বাম পাশে জখম হয়। এরপর আবারও তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, ফলে তিনি মারাত্মক আহত হন। প্রাণ বাঁচাতে চিৎকার করলে অন্যান্য আসামিরা ককটেল ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার সময় বিরোধী দলীয় সংসদ প্রার্থীর বহু কর্মী-সমর্থক হামলার শিকার হয়ে আহত হন। বাদির অভিযোগে এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভোটকেন্দ্রে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, মামলা রেকর্ড করে আদালতে প্রতিবেদন পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এই মামলাটি রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে।