প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৮:২১
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ছোটশালঘর ষ্টেশন এলাকায় রবিবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে দুইটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন দেবীদ্বার বানিয়াপাড়া এলাকার মোঃ রুবেল (৩০), ভোষনা গ্রামের সুলতান আহমেদ (২৫) এবং বারেরা গ্রামের তামজিদ (১৮)। সবাই দেবীদ্বার উপজেলার বাসিন্দা।