প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৯:৫৭
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের উদ্যোগে "পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় রাস্তার দুই পাশ দিয়ে এক হাজার ভেষজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।