ঝালকাঠির রাজাপুর উপজেলায় একই তারিখ, সময় ও স্থানে বিএনপি ও যুবদলের পৃথক সমাবেশের ডাককে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, বুধবার (১৩ আগস্ট) রাত ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মার্কেট চত্বর ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও মিটিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে ১৩ আগস্ট বিকেল ৩টায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে র্যালি ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। অপরদিকে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন স্বাক্ষরিত আরেক চিঠিতে একই তারিখ, সময় ও স্থানে যুবদলের সমাবেশের কথা জানানো হয়। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন ১৪৪ ধারা জারির সুপারিশ করেন।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তবে দাওয়াতপত্রে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নাম না থাকায় অভ্যন্তরীণ বিভক্তি তীব্র হয়েছে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “দু’পক্ষই আমাদের অবহিত করেছে, কিন্তু কাউকে লিখিত অনুমতি দেওয়া হয়নি। উত্তেজনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।” এদিকে মঙ্গলবার দিনভর উভয় পক্ষের মোটরসাইকেল মহড়া ও শোডাউনের কারণে এলাকায় ভয়ভীতি ছড়িয়ে পড়েছে।