প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। গত ১৭ আগস্ট উপজেলার জানাউড়া গ্রামের মৃত মনা মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেন, জামিনে মুক্ত হলেও তিনি প্রতিপক্ষের ভয়ে এলাকায় প্রবেশ করতে পারছেন না। এরই প্রেক্ষিতে সোমবার দুপুর ১টায় একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করেন একই গ্রামের ছোয়াব উল্লার ছেলে আব্দুল্লাহ।