প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ঝালকাঠির নলছিটিতে মাদকাসক্ত ছেলে জুয়েল তার বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। মঙ্গলবার ভোররাত সোয়া ৪টার দিকে বৈশাখিয়া চৌমাথা বাজারে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি আব্দুস সোবাহান (৬৫) স্থানীয় একটি রেস্টুরেন্টের মালিক। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে ঝগড়া করত। সোমবার সন্ধ্যায় বাবার কাছে টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে জুয়েল বাড়ি থেকে বের হয়ে যায়।
রাতভর বাইরে কাটানোর পর মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় সে আবার বাবার কাছে আসে এবং টাকা দাবি করে। বাবার অমতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, জুয়েল পূর্বেও একাধিকবার বাবাকে হেনস্থা করেছে। ব্যবসায়ী সোবাহান বিষয়টি স্থানীয় কমিটির কাছে জানিয়েছেন। কমিটি শাসন ও পুলিশি ভয়ভীতি প্রদর্শনের পরও তাকে নিয়ন্ত্রণে আনা যায়নি।
বৈশাখিয়া চৌমাথা বাজার কমিটির সভাপতি মো. খোকন খন্দকার বলেন, মাদকাসক্ত জুয়েল বারবার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করত এবং তার বাবা বহুবার অভিযোগ করেও কোনো স্থায়ী ব্যবস্থা নিতে পারেননি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, ঘটনার কোনো আনুষ্ঠানিক অভিযোগ এখনো থানায় দায়ের হয়নি। অভিযোগ পেলে দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ভয় এবং শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিবারকে মানসিক সহায়তা প্রদান করছে এবং একই ধরনের ঘটনা পুনরায় ঘটতে না দেওয়ার আহ্বান জানাচ্ছে।
আহত আব্দুস সোবাহান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশও বিষয়টি নজরদারিতে রাখছে এবং জুয়েলের খোঁজ চলছে। আশা করা হচ্ছে, দ্রুত তার পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা সতর্ক করেছেন, মাদকাসক্তের নিয়ন্ত্রণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা না হলে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। এলাকায় মাদক সচেতনতা বৃদ্ধি ও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা হয়েছে।