প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:১১
পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে। ঘটনার সময় স্থানীয়রা জানান, আসাদের ঘরের জানালা দিয়ে চোরের দল মোবাইল ফোন চুরি করার চেষ্টা করছিল। তার স্ত্রী চিৎকার করলে আসাদ দৌঁড়ে এসে এক চোরকে ধরে ফেলেন।
চোরদলের অন্য সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশকে খবর দেওয়া হয় এবং তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা ঘটনার পর চোর দলের একজন সদস্য সজীব (২২)কে আটক করে পুলিশে সোপর্দ করেন। সজীব ওই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে। পুলিশ অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সম্প্রতি এলাকায় চোর ডাকাতির ঘটনা বেড়েছে। দিনে-দুপুরেও চুরি হচ্ছে এবং রাতে গরুর খামারিদের বিশেষভাবে পাহারা দিতে হচ্ছে। নতুন চোরদের আসা এবং প্রকাশ্যে জুয়ার আসর চালানোর কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয়রা মনে করছেন, জুয়া খেলার কারণে চোরেরা অপরাধে লিপ্ত হতে সুবিধা পায়। তারা দাবী করেছেন, যারা এসব অপকর্মে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এই ধরনের অপরাধের ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা আশাবাদী, দ্রুত অভিযুক্তদের দণ্ডিত করা হলে এলাকার নিরাপত্তা ও সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।