প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:১৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরএলাহী ইউনিয়নের বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকাণ্ড ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল বিকেলে চরএলাহী বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুর রহীম, বিএনপি নেতা আব্দুর রহীম বিশ্বাস এবং নিহত নেতা আব্দুল মতিন তোতার মেয়ে বিবি সুমি আক্তার। বক্তারা অভিযোগ করেন, গত বছরের ২৭ আগস্ট কিছু বিএনপি ও আওয়ামী লীগ নেতার যোগসাজশে পরিকল্পিতভাবে তোতাকে কুপিয়ে হত্যা করা হয়।
মানববন্ধনে বলা হয়, হত্যার পর জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুল ইসলামের সহায়তায় পরিবারের একাধিক সদস্যের ওপর হামলা চালানো হয়েছে। এছাড়াও তোতার ছেলে ইব্রাহীম তোতাকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, সরকারের পতনের পর থেকে এলাকায় দমননীতি ও ষড়যন্ত্র বৃদ্ধি পেয়েছে। তারা দাবী করেছেন, এই ধরনের অন্যায় ও মিথ্যাচারের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফখরুল ইসলাম বলেন, ঘাট নিয়ন্ত্রণ সংক্রান্ত বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেছেন, কিছু স্থানীয় নেতা ও দলীয় সদস্য তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুর আবেদকে ফোন করলে সংযোগ পাওয়া যায়নি। তবে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার এই অভিযোগ নাকচ করে বলেছেন, কাউকে তারা প্রশ্রয় দিচ্ছে না।
স্থানীয়রা বিক্ষোভের মাধ্যমে প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মিথ্যাচারকারীদের দণ্ডিত করার দাবি জানিয়েছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেছেন, দ্রুত আইনি ব্যবস্থা নিলে এলাকার নিরাপত্তা ও জনমনে ন্যায়বিচারের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।