মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী ও রাতে পরিচালিত এসব অভিযানে পুলিশকে সফলতা অর্জন করতে দেখা যায়।
শ্রীমঙ্গল থানার ওসি জানান, থানার দুটি আলাদা টিম বিশেষ অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করে। এদের মধ্যে একজন হলেন তানভীর হোসেন ইসলাম, পিতা চুনু মিয়া, সাং ক্যাথলিক মিশন রোড, শ্রীমঙ্গল। তিনি জিআর ৩০৯/১৯ মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও ছিল তার বিরুদ্ধে।
অন্য গ্রেফতারকৃত আসামি হলেন সাকিব মিয়া (২৬), পিতা রহিম মিয়া, সাং সাইটুলা বস্তি, শ্রীমঙ্গল। তিনি সিআর ৩২৮/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
অন্যদিকে, একই রাতে কমলগঞ্জ থানার পুলিশ জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বাবুল মিয়াকে গ্রেফতার করে। তিনি সিআর ১০৭/১২(বন) মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
গ্রেফতারকৃত তিন আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, অপরাধীরা যতদিন পলাতক থাকুক না কেন, শেষ পর্যন্ত আইনের আওতায় আসতেই হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত এ ধরনের অভিযানের ফলে এলাকায় অপরাধ দমন সহজ হচ্ছে এবং জনগণের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা পাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব গ্রেফতারের খবরে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, নিয়মিত অভিযানের মাধ্যমে শৃঙ্খলা আরও সুসংহত হবে।