প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪
নদী ভাঙনের কারণে দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে থাকা আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন, প্রতাপনগরের একটি ওয়ার্ড এবং পার্শ্ববর্তী ইউনিয়নের হাজার হাজার মানুষকে স্বস্তি দিতে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজ ত্বরান্বিত করা হচ্ছে। ঘোলা খেয়াঘাট থেকে গরালী খেয়াঘাট পর্যন্ত ৩ কিলোমিটার ৩০০ মিটার দীর্ঘ বাঁধের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ২০২৬ সালের জুন মাসের মধ্যে সমাপ্ত হওয়ার লক্ষ্য রাখা হয়েছে।