প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানায়।
র্যাব জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ছাইফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক পরিবহনকালে তিন নারীকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করে র্যাব। আটক নারীরা দীর্ঘদিন ধরে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা পরস্পরের সহযোগিতায় মাদক সংগ্রহ ও পরিবহন করে বিভিন্ন জেলায় সরবরাহ করতো। এতে তারা গোপন কৌশল ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে।
গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মোছাঃ সাথী আক্তার (৩০), মোছাঃ আজেদা বেগম (৪৪) এবং মোছাঃ শারমিন আক্তার (৩১)। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, এই তিন নারী দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তারা স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে নেটওয়ার্ক তৈরি করেছিল, যা আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রেখেছিল। অবশেষে পরিকল্পিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার।
স্থানীয়রা বলছেন, নারীদের এভাবে মাদক ব্যবসায় জড়িয়ে পড়া সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এলাকায় মাদক নির্মূলে র্যাব ও পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।