প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২
মৌলভীবাজারের বড়লেখায় চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। শনিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর গোয়ালঘর থেকে প্রায় এক লাখ বিশ হাজার টাকা মূল্যের দুটি গরু অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বড়লেখা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রতন কুমার হালদার ও এসআই দেবল চন্দ্র সরকারসহ একটি টিম অভিযান চালায়। প্রথমে দোহালিয়া গ্রামের মিলন আহমদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলনকে জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জুড়ি উপজেলার বেলাগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।
এই অভিযানে শহিদ মিয়া ও হানিফ মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি কালো ও একটি লাল রঙের গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোকে বর্তমানে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, চুরি হওয়া গরুগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এরই মধ্যে মালিককে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গরু চুরির মতো অপরাধ প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলবে।