প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মৌলভীবাজার জেলার ৮ জন মেধাবী মুখ। তাঁদের মধ্যে শুধু শ্রীমঙ্গল উপজেলা থেকেই রয়েছেন ৪ জন। তাঁরা হলেন ডা. নিশাত নাওয়াল মুমু, ডা. আকাশ নুনিয়া, ডা. সোনালি রায় ও ডা. দীপ্ত দেব। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকার ডা. তাহমিদুল হক চৌধুরী, রাজনগরের ইটা চা বাগানের সন্তান ডা. সঞ্জিত যাদব, কমলগঞ্জের শমসেরনগর চা বাগানের ডা. অনিকেত বর্মা এবং একই উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোরামারা গ্রামের ডা. সুদীপ কুমার সিনহাও এ সাফল্যের অংশীদার।