পটুয়াখালীর মহিপুরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে খাপড়াভাঙ্গা নদীর আলমগীর মৃধার তেলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধদের মধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাঁকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুই জেলে শহিদুল (৩০) ও সাইফুল ইসলাম (৩০) স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে জহির গুরুতর দগ্ধ হন। স্থানীয় জেলেরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন, না হলে পুরো ট্রলারই পুড়ে যেত।
ঘটনার বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নামবিহীন ফারুক মাঝির ট্রলারটি নদীতে নোঙর করা ছিল। রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিদগ্ধ জেলেদের চিকিৎসা ও সহযোগিতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে নদীতে চলাচলকারী ট্রলারগুলোতে সঠিকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ওপর নজরদারি বাড়ানো হবে।