বাংলাদেশের বিভিন্ন নদ-নদীতে আগামী তিন দিনের মধ্যে পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে প্লাবনের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি সমতলও বৃদ্ধি পেতে পারে। সতর্কসীমায় প্রবাহিত হওয়ায় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতলও বৃদ্ধি পেতে পারে। মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে ফেনী ও চট্টগ্রামের কিছু নদী-সংলগ্ন এলাকা প্লাবনের ঝুঁকিতে রয়েছে।
বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা জানিয়েছেন, নদী-সংলগ্ন এলাকায় থাকা মানুষরা যেন প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করেন এবং নিরাপদ স্থানে অবস্থান নিশ্চিত করেন।