কক্সবাজারের টেকনাফে অভিনব কায়দায় পেটের ভেতর ইয়াবা পাচারের সময় মো. জাহিদুল্লাহ (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক জাহিদুল্লাহ টেকনাফের ২৪ নম্বর লেদা এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ হাসপাতাল এলাকা থেকে একটি অটোরিকশায় ওঠেন জাহিদুল্লাহ। সন্দেহ হলে বিজিবি সদস্যরা গাড়িটি থামালে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের কথা অস্বীকার করলেও তার আচরণে অসংলগ্নতা লক্ষ্য করে বিজিবি তাকে টেকনাফ সদর থানাধীন নাফ সীমান্ত প্যাথলজিতে নিয়ে যায়। এক্স-রে পরীক্ষায় দেখা যায় তার পেটের ভেতরে অসংখ্য ডিম্বাকৃতির বস্তু রয়েছে। নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, তার পেটে কালো টেপে মোড়ানো ৪০টি ইয়াবার পোটলা রয়েছে, যার প্রত্যেকটিতে ৫০টি করে মোট ২ হাজার ইয়াবা ট্যাবলেট।
পরে বিশেষ পদ্ধতিতে তার শরীর থেকে পোটলাগুলো বের করে উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জাহিদুল্লাহ দীর্ঘদিন ধরে অভিনব এ কৌশলে ইয়াবা পাচার করছিলেন।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।