খাগড়াছড়ির পানছড়িতে দীর্ঘদিন ধরে মিটার রিডিংয়ের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদানের অভিযোগে উত্তেজিত জনতা সহকারী আবাসিক প্রকৌশলী চঞ্চল মিয়াকে গণধোলাই দিয়ে পানছড়ি সাবজোনে হস্তান্তর করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টিএন্ডটি টিলাস্থ বিদ্যুৎ অফিস ঘেরাও করে শতাধিক স্থানীয় বাসিন্দা। এক পর্যায়ে প্রকৌশলী চঞ্চল মিয়ার সঙ্গে বিক্ষুব্ধ জনতার কথা কাটাকাটি হলে তা মারধরে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বহুদিন ধরে অবৈধ সংযোগ দিয়ে অর্থ আত্মসাৎ এবং অতিরিক্ত বিল আদায় করে আসছে বিদ্যুৎ অফিস। একাধিকবার লিখিত অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বিদ্যুৎ অফিস ঘেরাও করে।
চঞ্চল মিয়া নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, পাহাড়ি এলাকায় অবৈধ সংযোগ থাকায় বিল বেশি হয়। তবে স্থানীয়দের অভিযোগ, এটি ইচ্ছাকৃতভাবে করা হয় এবং কর্মকর্তা ও তার সহযোগীরা এ অনিয়ম থেকে সুবিধা নিচ্ছেন।
ঘটনার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করে। বর্তমানে চঞ্চল মিয়া পানছড়ি সাবজোনের হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ অভিযোগ উত্থাপিত হলেও কার্যকর সমাধান হয়নি। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও সুষ্ঠু বিল ব্যবস্থা চালু না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশকি দিয়েছেন গ্রাহকরা।