প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:৪০
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, কমিটিতে তাদের কোনো প্রতিনিধি না থাকায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ জানান, সরকারের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরাসরি এসে ক্ষমা চাইতে হবে এবং ঘটনার জন্য দায় স্বীকার করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে কমিটি পুনর্গঠনের আশ্বাস দিতে হবে।
জুবায়ের আহমেদ আরও জানান, নতুন করে গঠিত কমিটিতে অবশ্যই শিক্ষক প্রতিনিধি এবং আন্দোলনের স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, সরকারের নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করে তিন দফা দাবিকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ানা হাসানকে এ বিষয়ে তাৎক্ষণিক নিশ্চয়তা দিতে হবে।
সংবাদ সম্মেলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে বলে দাবি করা হয়। তাদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্দোলন চলাকালীন সময়ে কোনো ধরনের পুলিশি হামলা না করারও অনুরোধ জানানো হয়।
শিক্ষার্থীরা আরও দাবি জানায়, যেসব পুলিশ সদস্য হামলার সঙ্গে জড়িত ছিলেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দোষী প্রমাণিতদের চাকরিচ্যুত করার দাবিও জানানো হয়েছে।
তারা স্পষ্ট করে জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সরকারকে পরিস্থিতির জন্য দায়ী থাকতে হবে। শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।
কমিটি প্রত্যাখ্যানের ঘোষণার পর আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, সরকারের সঙ্গে শিক্ষার্থীদের এই দ্বন্দ্ব দ্রুত সমাধান না হলে তা আরও বড় সংকট তৈরি করতে পারে।