চামড়া ব্যবসায়ীরা সঠিক দাম পাচ্ছে: শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নেছার উদ্দিন খান, স্টাফ রিপোর্টার, সাভার:
প্রকাশিত: শুক্রবার ৩০শে জুলাই ২০২১ ০৭:৪০ অপরাহ্ন
চামড়া ব্যবসায়ীরা সঠিক দাম পাচ্ছে: শিল্প প্রতিমন্ত্রী

লকডাউনে কোন শিল্প কারখানা খোলা হবে না বলেছেন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। দেশে যতদিন লকডাউন আছে ততদিন কোন শিল্প কারখানা খোলা হবে না। কারণ জীবিকার চেয়ে জীবন আগে।




শুক্রবার (৩০ জুলাই) দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সীতি এলাকায় নিজ ফার্মে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।




শিল্প প্রতিমন্ত্রী বলেন, আগে মানুষের জীবন তার পরে জীবিকা, তাই লকডাউনে কোন শিল্প কারখানা খোলা হবে না।



এসময় তিনি কোরবানির চামড়া বাজারজাত করা নিয়ে বলেন, কোরবানীর চামড়া ভারতে যেন কোন ভাবে কেউ পাচার করতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারী করেছে সীমান্ত এলাকায়। 




তিনি বলেন, এবার চামড়া শিল্পে কোন অস্থিরতা নেই, চামড়া ব্যবসায়ীরা সঠিক দাম পাচ্ছে। চামড়া কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত।