পিরোজপুরের নেছারাবাদে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেছারাবাদ উপজেলা শাখা আবাহনী লিমিটেড এর উদ্যোগে ওই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ড্রিম স্টার কে ০-১ গোলে পরাজিত করে আকলম স্টার চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়িদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ
আবাহনী লিমিটেড নেছারাবাদ শাখার সভাপতি ও স্বরূপকাঠী ইউপি চেয়ারম্যান আল আমিন পারভেজের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস,এম মুইদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ: হামিদ,আবাহনী লিমিটেড নেছারাবাদ শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদার সহ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।