দেশবিরোধী সংবাদ প্রচার হলে ব্যবস্থা: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৫ই জুন ২০২৩ ০৮:১৬ অপরাহ্ন
দেশবিরোধী সংবাদ প্রচার হলে ব্যবস্থা: হাছান মাহমুদ

স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে বর্তমান সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না। তবে কোনো সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেয়া হবে।


বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের আহসানুল ইসলামের টিটোর প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এটি উত্থাপন করা হয়।


এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকবান্ধব বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক। প্রিন্ট মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে এ সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না এবং এই সেক্টরের মান উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রম নেয়া অব্যাহত রেখেছে।