২০০ ফুট ওপর থেকে পিকআপ পড়ল নদীতে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ৮ই মার্চ ২০২২ ০৪:৫৩ অপরাহ্ন
২০০ ফুট ওপর থেকে পিকআপ পড়ল নদীতে, নিহত ১

বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়ার সোনাইঝিরি এলাকায় ২০০ ফুট ওপরের পাহাড়ি রাস্তা থেকে এক‌টি পণ্যবাহী পিকআপ সাঙ্গু নদীতে পড়ে যাওয়ায় চালক নিহত হয়েছেন।


মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জামছড়ি ইউনিয়নের লাপ্পাই মুখ পাড়ার চিমংপ্রু মারমার ছেলে চালকের নাম সিংনু মং মারমা (২৮)।


জানা গেছে, আজ মঙ্গলবার দুপু‌রে ওই পণ্যবাহী পিকআপটি সিমের বীজ নিয়ে ভাঙ্গামুড়া এলাকায় পৌঁছে। এ সময় পাহাড়ের ঢালু পথে বালুর মধ্যে চাকা আট‌কে পেছনের দি‌কে চলে যায়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট নিচে সাঙ্গু নদী‌তে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চালক নিহত হন।বান্দরবান সদর থানার ওসি ‌মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার দুপুরে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চালক নিহত হয়েছেন।