প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:৪২
অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক অন্তত দুটি ইহুদিবিরোধী হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা পাওয়ার পর দেশটির সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
আলবানিজ বলেন, এসব হামলার উদ্দেশ্য ছিল সামাজিক সম্প্রীতি ভাঙা এবং সমাজে বিভেদ সৃষ্টি করা। তিনি এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং জানান, অস্ট্রেলিয়ান সরকার শক্ত ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।
তিনি জানান, ইরানি রাষ্ট্রদূতকে ইতোমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে। পাশাপাশি তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেখানে কর্মরত কূটনীতিকদের তৃতীয় একটি দেশে স্থানান্তরিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার ইরানের বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য নতুন আইন প্রণয়ন করবে। এ পদক্ষেপের মাধ্যমে ইরানের ওপর আরও চাপ সৃষ্টি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এই সিদ্ধান্ত এমন সময়ে এল যখন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ইহুদিবিরোধী হামলা এবং হুমকির ঘটনা বেড়েছে। কর্তৃপক্ষের দাবি, এসব ঘটনার পেছনে ইরানি গোয়েন্দা সংস্থার ভূমিকা রয়েছে।
সাম্প্রতিক সময়ে ইরানের কূটনৈতিক কর্মকাণ্ড নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি দেশ ইরানের কূটনীতিকদের বহিষ্কার করেছে।
অস্ট্রেলিয়ান সরকারের এই সিদ্ধান্ত দেশটির পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। এটি ভবিষ্যতে ইরান ও অস্ট্রেলিয়ার সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু ইরানের জন্য নয়, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক কূটনীতিতেও প্রভাব ফেলবে। এর ফলে অস্ট্রেলিয়া আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।