সৌদি আরবে বাংলাদেশি নারীর ওপর বর্বর নির্যাতন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৮ই ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৩ অপরাহ্ন
সৌদি আরবে বাংলাদেশি নারীর ওপর বর্বর নির্যাতন

ভাগ্য পরিবর্তনের আশায় মাস খানেক আগেই গৃহকর্মীর ভিসায় সৌদি আরবে এসেছিলেন কুমিল্লা জেলার বখরাবাদের মনি বেগম।তার আনুমানিক বয়স ২৫ বছর, মক্কায় এক সৌদির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন তিনি। ১০ দিন ধরে তার জায়গা হয়েছে মক্কা আল নূর হসপিটালে।সেখানে কর্তব্যরত বাংলাদেশি নার্স তসলিমা খান, জানান: ১০ দিন আগে এক বাংলাদেশি ও সৌদি পুলিশ আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। 

মনি জানান, নির্যাতন সইতে না পেতে তিনতালা বাসার বাথরুমের পাইপ দিয়ে পালানোর চেষ্টা কালে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান তিনি। তার হাতে আছে আয়রন মেশিনের ছেঁকা, কাপড় আয়রন করতে না জানায় ওই বাসার সৌদি মহিলা আয়রণ দিয়ে ছেঁকা দেন।মনি আরো জানান, তাকে সব সময় তালা বন্দিকরে রাখা হতো, যাতে পালিয়ে যেতে না পারে, ভাষা না বোঝা আর সৌদি খাবার খেতে পারতেন না বিধায় ১৫-২০ দিন খুব কষ্টে পার করেছেন তিনি।বর্তমানে মনি হাসপাতালে চিকিৎসাধীন ও সৌদি পুলিশের নজরদারিতে আছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব